নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মার্চ : ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত এদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪। এরমধ্যে বিদেশি নাগরিক রয়েছে ৪১ জন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন।ভারতের সবথেকে বেশি করোনায় আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৪।কেরলে আক্রান্ত ৫২,উত্তর প্রদেশের ২৬, গুজরাটে ১৪, হরিয়ানায় ১৮, হিমাচল প্রদেশে ২,জম্মু ও কাশ্মীরের চার, কর্নাটকে ১৯, অন্ধপ্রদেশ ৫, লাদাখে ১৩, রাজস্থান ও তামিলনাড়ু তে আক্রান্ত ২৩, তেলেঙ্গানায় ৬, ওডিশায় ২১, পশ্চিমবঙ্গের ৪, পাঞ্জাবে ১৩, উত্তরাখন্ড তিন, চণ্ডীগড়ের চার, ছত্তিশগড়ে এক আক্রান্ত হয়েছে।এদিন স্বাস্থ্যমন্ত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে করোনা রোধে সচেতনতাই একমাত্র পথ । প্রধানমন্ত্রী নরেন্দ্র । ডাকে গোটা দেশজুড়ে আজ জনতা কার্ফু পালন করা হচ্ছে।