নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২২ মার্চ।। করোনা মোকাবিলার জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে সমস্ত যাত্রীবাহী ট্রেন। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত দূরপাল্লার ট্রেনগুলিও। যেহেতু ট্রেনে একসঙ্গে অনেক সংখ্যক মানুষ যাতায়াত করেন তাই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেশী। করোনা প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত গ্রহন বলেই জানিয়েছে ভারতীয় রেল। এমনকি বন্ধ রাখা হবে মেট্রোও। এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে।