ইউটিউবার গৌরব তানেজা ও রিতু রাঠে রাজ্যেকে তুলে ধরলেন ওয়েব দুনিয়ায়

নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ৷৷ ত্রিপুরার পর্যটন ক্ষেত্রকে দেশ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য ইউটিউব প্রচার মাধ্যমের সহযোগিতা চেয়েছে রাজ্য সরকার৷ আহ্বানে সাড়া দিয়ে গত তিনদিন ধরে এক ইউটিউভ চ্যানেলের কর্ণধার স্বস্ত্রীক ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলি পরিদর্শন করে চলেছেন৷ বৃহস্পতিবার সকালে হেরিটেজ পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রচার মাধ্যমের সার্বিক সহযোগিতা চেয়েছেন৷ ইউটিউভ বর্তমানে অন্যতম প্রচার মাধ্যম৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বহির্রাজ্যের খ্যাতনামা একটি ইউটিউভ চ্যানেলের কর্ণধার রাজ্য সফরে এসেছেন৷ তারা গত তিনদিন ধরে নীরমহল, ত্রিপুরেশ্বরী মন্দির, বিভিন্ন পার্ক সহ অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলি সফর করে চলেছেন৷ বৃহস্পতিবার হেরিটেজ পার্কে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়৷ এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অসংখ্য মানুষের ভীড় পরিলক্ষিত হয়৷ ত্রিপুরার পর্যটন শিল্পকে তুলে ধরার পাশাপাশি ত্রিপুরার উৎপাদিত ত্রিপুরেশ্বরী চা প্রচারের আলোয় নিয়ে আসার উদ্যোগও গ্রহণ করা হয়৷ অনুষ্ঠানে এসব বিষয়ে বিস্তারিত বিষয় তুলে ধরা হয়৷ ত্রিপুরায় আমন্ত্রিত ইউটিউভ চ্যানেলের কর্মকর্তারা ত্রিপুরার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে রীতিমতো মোহিত৷ এই সৌন্দর্য ও পর্যটন ক্ষেত্রগুলিকে ইউটিউভের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার আশ্বাসও দিয়েছেন তারা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?