নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ৫ মার্চ।। অবশেষে বাড়ি ফিরে গেলেন আনন্দবাজার থানায় শিবিরে আশ্রিত বাঙালি উদ্বাস্তুরা। ৮৫ দিন শিবিরে কাটিয়ে তাঁরা বাড়ি ফিরলেন। ধারণা করা হচ্ছে, বিজেপি-র মধ্যস্থতায় বাঙালি উদ্বাস্তুরা আশ্বস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কারণ, প্রশাসন তাঁদের দাবি মেনে নেয়নি। বরং, বিবেচনার আশ্বাস দিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আইপিএফটি-র ডাকা ত্রিপুরা বনধে বাঙালি উদ্বাস্তুরা আক্রান্ত হয়েছিলেন। প্রায় ৯৩ পরিবার আনন্দবাজার থানায় আশ্রয় নিয়েছিলেন। তাঁদের বাড়িঘর, দোকান-পাঠ ভেঙে গুড়িয়ে দিয়েছিল বনধ সমর্থকরা। এরপর থেকে তাঁদের বাড়ি ফিরে যাওয়ার জন্য একাধিক প্রয়াস নেওয়া হয়েছিল। কিন্তু ক্ষতিপূরণ এবং নিরাপত্তার প্রশ্নে তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন না। মাঝে তাঁদের মধ্যে ৭ পরিবার বাড়ি ফিরে গিয়েছেন। আজ বাকিরাও শিবির বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে গেছেন। এ-বিষয়ে বাঙালি উদ্বাস্তু ফোরামের সভাপতি রথীন্দ্র রায় বলেন, আজ কাঞ্চনপুর বিজেপি মন্ডল সভাপতি এবং সহ-সভাপতির সাথে আলোচনার মাধ্যমে আগামী দিনে দাবি পূরণে আশ্বস্থ হয়েছি। এদিনের বৈঠকের অন্তিম মুহূর্তে কাঞ্চনপুর মহকুমা শাসকও এসেছিলেন এবং আমাদের দাবিগুলি বিবেচনা করা হতে পারে আশ্বাস দিয়েছেন। তাই, আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বলেন তিনি।