এডিসির বদলে টিটিসি, সংসদীয় কমিটির রিপোর্ট জমা সংসদে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৫ মার্চ।। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নাম বদলে তিপ্রা আঞ্চলিক পরিষদ অর্থাৎ তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিলে(টিটিসি) সায় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি। শুধু তাই নয়, আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবেও সম্মতি রয়েছে কমিটির। তাই, আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার সুপারিশ করা হয়েছে। তবে, টিটিসি-কে সরাসরি অর্থ বরাদ্দ করা হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী ত্রিপুরা সরকারের মাধ্যমেই অর্থ যাবে টিটিসি-র হাতে। আজ লোকসভায় রাজ্য সভার উপনেতা আনন্দ শর্মার নেতৃত্বে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সংসদীয় কমিটি রিপোর্ট জমা দিয়েছে। তাতে, টিটিএএডিসি-র নাম বদলে টিটিসি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি। পরিষদের সদস্য সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার সুপারিশের সাথে কেন্দ্রীয় সরকারকে ত্রিপুরা সরকারের সাথেও আলোচনা করার পরামর্শ দিয়েছে কমিটি। কমিটির বক্তব্য, আসন বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট প্রথা থাকতে হবে। যেমন খুশি আসন সংখ্যা বাড়ানো বা কামানো উচিত হবে না। তাতে, সমস্যা হতে পারে। এদিকে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো আঞ্চলিক পরিষদেও যুক্ত করার সুপারিশ করেছে ওই কমিটি। এডিসি-তে এখন পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধাঁচে কোন কাঠামো নেই। সংবিধান সংশোধনের মাধ্যমে ওই ব্যবস্থা যুক্ত করার সুপারিশ করেছে রাজ্যসভার উপনেতা আনন্দ শর্মার নেতৃত্বে গঠিত কমিটি। কমিটি আজ লোকসভায় সংবিধানের ১২৫তম সংশোধনী বিল শীর্ষক রিপোর্ট জমা দিয়েছে। ধারণা করা হচ্ছে, বাজেট অধিবেশনেই কেন্দ্রীয় সরকার ওই বিল পাস্ করে নেবে। তাতে, এডিসি নির্বাচনের আগেই স্ব-শাসিত জেলা পরিষদ বদলে হয়ে যাবে আঞ্চলিক পরিষদ। তবে, সদস্য সংখ্যা বৃদ্ধি সম্ভবত এখনই হচ্ছে না। কারণ, সদস্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?