করোনা ভাইরাস : আতঙ্কিত না হওয়ার অভয় দিল স্বাস্থ্য দফতর

নতুন প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়েছে। তবে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, ওই ব্যক্তির রক্তের নমুনা গুয়াহাটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট আসলে রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ত্রিপুরায় অযথা আতঙ্কিত হবার কোনও কারণ নেই, অভয় দিল ত্রিপুরার স্বাস্থ্য দফতর। আজ ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার এক নাগরিক নিজে থেকেই জানিয়েছেন তিনি অসুস্থ এবং করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা বুঝতে পারছেন না। তাই তাকে জি বি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ওই ব্যক্তির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাতে, করোনা ভাইরাসে সংক্রমণের কোন রিপোর্ট মিলেনি। তবুও, নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তির রক্তের নমুনা গুয়াহাটিতে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর এ-বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে। তিনি অভয় দিয়ে বলেন, অযথা চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ত্রিপুরার স্বাস্থ্য দফতর সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রেখেছে। এদিকে ত্রিপুরায় করোনা ভাইরাসের সংক্রমণ ও রোগীর সন্ধান পাওয়ার গুজব ছড়ানোর বিষয়টি নজরে এসেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জানিয়েছে৷ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা অবশ্যই জরুরী৷ কিন্তু এ নিয়ে গুজব ছড়ানো ও অযথা আতঙ্কিত হবার কোনও কারণ নেই৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সমস্ত ধরনের সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ দফতরের দাবি, ত্রিপুরায় এবছর ১৫ জানুয়ারির পর করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে যাঁরা ভ্রমণ করেছেন, তাঁদের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নজরদারি রাখা হচ্ছে৷ আজকের দিনে যাঁরা আক্রান্ত দেশগুলিতে ভ্রমণ করেছে বা ঐ দেশগুলির ভ্রমণকারীদের সংস্পর্শে এসেছেন এর মধ্যে এক জনের ক্ষেত্রে বিশেষ নজরদারী রাখা হচ্ছে৷ কিন্তু তাঁর শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি৷ দপ্তরের পক্ষ থেকে অযথা গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে এবং যে কোনও ধরণের সন্দেহ দেখা দিলে চিকিৎসক কিংবা স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?