ট্রেনের তিন যাত্রী গ্রেফতার, উদ্ধার ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী

নতুন প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ মার্চ৷৷ শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনের তিন যাত্রীকে তালাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বধীন পুলিশের দল৷ নেশা দ্রব্য পাচারের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ তারা উত্তর ত্রিপুরার কাজল মিয়াঁ (১৯), খুরশেদ মিয়াঁ (২৯) এবং প্রাণেশ পাল (৩৯) বলে পরিচয় পাওয়া গেছে৷ উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এ তথ্য দিয়ে জানান, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চোরাইবাড়ি থানার অন্তর্গত নদীয়াপুর রেল স্টেশন থেকে ২০ হাজার নেশার ট্যাবলেট ইয়াবা এবং ২০ শিশি নেশার কফ সিরাপ এসকফ বাজেয়াপ্ত করা হয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজারমূল্য কমপক্ষে ৫০ লক্ষ টাকা হবে৷ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, তাঁর কাছে গোপন সূত্রের খবর ছিল, আজ শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে করে নেশাজাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করবে৷ প্রাপ্ত গোপন খবরের উপর ভিত্তি করে পুলিশ সুপার পুলিশ বাহিনী নিয়ে চোরাইবাড়ি থানা এলাকার নদীয়াপুর রেল স্টেশনে ওৎ পেতে বসেছিলেন৷ যথাসময় ট্রেন স্টেশনে আসে৷ ট্রেন থেকে সন্দেহজনক তিনজনের পিছু ধাওয়া করেন তাঁরা৷ এরা ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যের পথে রওয়ানা হয়৷ কিছু দূর যাওয়ার পর তাদের আটক করে তালাশি চালিয়ে এই সাফল্য আসে৷
তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল নেশা সামগ্রী-সহ ধৃতদের ধর্মনগরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?