নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যে অনলাইনের মাধ্যমে সরকারী আবাসন পাবার আবেদন ও বন্টনের প্রক্রিয়া ’ই-সদন’ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সরকারী আবাসন পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি কম সময়ে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই অনলাইন ব্যবস্থা চালু হয়েছে৷ আজ বিকালে মহাকরণের ১ নং কনফারেন্স হলে ই-সদন অনলাইন প্রক্রিয়ার সূচনাপর্বে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের প্রধান সচিব শশীর’ন কুমার, চীফ ইি’নীয়ার দীপক কুমার দাস, পূর্ত দপ্তরের উপসচিব সুুশান্ত দত্ত এবং অন্যান্য আধিকারিকগণ৷ অনলাইন ব্যবস্থাপনার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার শুরু থেকেই বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা আনার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ই-স্ট্যাম্পিং, ই-পিডিএস, ই-বাহন, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ইত্যাদি পরিষেবা চালু হয়েছে৷ রাজ্যের প্রতিটি সরকারী দপ্তরেই ধাপে ধাপে ডিজিটাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ এরফলে রাজ্যের উন্নয়ন কাজ যেমন ত্বরান্বিত হবে তেমনি রাজ্যের জনগণও কম সময়ে অধিকতর সুুবিধা পাবেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারী আবাসন বন্টন প্রক্রিয়ার কাজটি আগে ম্যানুয়ালী করা হত৷ এরফলে অনেক সমস্যা দেখা দিত এবং আবেদনকারীর অনেক সময়ও ব্যয় হত৷ আজ এই অনলাইন ব্যবস্থা চালু হওয়ার পর আবেদনকারীগণ দ্রত ও সহজে ঘরে বসে আবেদন করতে পারবেন৷ সরকারী আবাসন পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে এখন সুুপারিশও করতে হবেনা৷ আবেদনকারী আবেদনের সর্বশেষ স্ট্যাটাস সম্পর্কেও অনলাইনে জানতে পারবেন৷
অনুষ্ঠানে পূর্ত দপ্তরের উপসচিব সুুশান্ত দত্ত অনলাইন ই-সদন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন৷ তিনি জানান, নতুন চালু হওয়া এই ব্যবস্থায় একজন আবেদনকারীকে ই-সদন ওয়েবসাইটের ’-এরমাধ্যমে লগ ইনকরতে হবে৷ ওয়েবসাইটটি খোলার পরে আবেদনকারী ব্যক্তিগত ই-মেল ব্যবহার করে তার মাধ্যমে প্রাপ্ত ওটিপি দিয়ে প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে পারবেন৷ ই-সদন প্রত্রিয়ার মাধ্যমে আবেদনকারীদের আবেদনপত্র নির্দিষ্ট নিয়ম মেনে যাচাই করা হবে৷ আবাসনের শূন্যতার উপর ভিত্তি করে আবেদনের ক্রম তালিকার উপর টাইপ ভিত্তিক আবাসনের তালিকা প্রকাশ করা হবে৷ আবাসন বন্টন করা হয়েছে কিনা বা আবেদনের সর্বশেষ স্ট্যাটাস আবেদনকারী অনলাইনে দেখে নিতে পারবেন৷ পরবর্তী পর্যায়ে বর্তমান ই-সদন ব্যবস্থা টেজারী ব্যবস্থার সাথে সংযুক্ত করে আবাসিকদের লাইসেন্স ফি, জল কর, গ্যারেজ ভাড়া ইত্যাদি বিষয়ের নির্ধারিত প্রদেয় অর্থ অনলাইনে প্রদান করতে পারবেন বলে উপসচিব সুুশান্ত দত্ত জানান।