নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ এখন পর্যন্ত নিরাপদেই রয়েছে ত্রিপুরা৷ করোনা ভাইরাসে আক্রান্তের কোনও খবর নেই৷ ত্রিপুরায় ১৫ হাজার স্ক্রিনিং করা হয়েছে৷ তাতে একজনকেও ওই ভয়ঙ্কর মরণব্যাধিতে আক্রান্ত বলে পাওয়া যায়নি৷ বুধবার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা এই খবর দিয়েছেন৷
করোনা ভাইরাস সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে৷ চিন থেকে ক্রমশ বিভিন্ন দেশে এই রোগ ছড়িয়ে পড়ছে৷ চিন ছাড়া একাধিক দেশে ওই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলছে৷ ভারতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্ণিত হয়েছিল কেরালায়৷ সম্প্রতি উত্তরপ্রদেশে ৬ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷
শুরু থেকেই ত্রিপুরায় এই সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আগরতলা আইসিপি, বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে৷ এখন শ্রীমন্তপুর আইসিপি-তেও পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে৷ ডা. রাধা দেববর্মা বলেন, ত্রিপুরায় যথেষ্ট সুরক্ষা বন্দোবস্ত করা হয়েছে৷ এখন পর্যন্ত ১৫ হাজার মানুষের পরীক্ষা করা হয়েছে৷ তিনি অভয় দিয়ে বলেন, ত্রিপুরা এখন নিরাপদে রয়েছে৷ করোনা ভাইরাসে মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।