নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ আগরতলা পুর নিগমের বিভিন্ন কাজকর্ম নিয়ে অসন্তুষ্ট পুরবাসীদের নিয়ে বিজেপি আজ ডেপুটেশন প্রদান করেছে৷ পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দেওয়ার সময় শাসক দলীয় দুই বিধায়ক আশীষ কুমার সাহা এবং রামপ্রসাদ পালের সাথে অশালীন আচরণ করেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ এমনকি, রাগের মাথায় পুর কমিশনার দুই বিধায়কদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ শুধু তাই নয়, পুলিশে মামলা করারও হুমকি দেন শৈলেশ কুমার যাদব৷ ওই ঘটনায় চরম উত্তেজনা দেখা দেয় পুর নিগম কার্যালয়ে৷ বিধায়কদের সাথে অশালীন আচরণের জন্য নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা দুঃখ প্রকাশ করেছেন।
মূলত, আজ পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি ডেপুটেশন প্রদান করেছে৷ বাম পরিচালিত ওয়ার্ডগুলিতে নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে, এমন গুরুতর অভিযোগ উঠেছে৷ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ খরচ করা হচ্ছে না৷ উল্টো, পরিস্থিতির জন্য ত্রিপুরা সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে৷ তাই, আজ পুর এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে সমস্ত ওয়ার্ডে ডেপুটেশন প্রদান করেছে বিজেপি৷ আগরতলা পুর নিগম কার্যালয়ে ডেপুটেশনে যোগ দেন বিজেপি বিধায়ক আশীষ কুমার সাহা এবং রামপ্রসাদ পাল৷ এদিন পুর নিগমের কনফারেন্স হলে মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহার কাছে ডেপুটেশন প্রদান করার সময় ঝামেলা দেখা দেয়৷ মহারাজগঞ্জ বাজারে পুকুরের দক্ষিণ দিকে হাই কোর্টের নির্দেশে ১৮টি দোকানের মধ্যে ১৫টি দোকান উচ্ছেদের নোটিশ পাঠায় পুর নিগম৷ এ-বিষয়ে ডেপুটেশনে কথা বলার সমস্ত দোকান যাতে উচ্ছেদ না করা হয় তা বিবেচনা করার অনুরোধ জানান জনৈক ব্যবসায়ী চন্দন নাহা৷ অভিযোগ, তাতেই রেগে উঠেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব৷ তিনি রেগে তাঁদের বেরিয়ে যেতে নির্দেশ দেন৷ ওই ঘটনায় বিধায়ক আশীষ কুমার সাহা এবং বিধায়ক রামপ্রসাদ পাল আপত্তি জানান এবং শালীনতা বজায় রেখে আচরণের আগ্রহ প্রকাশ করেন৷ তখন পুর কমিশনার বিধায়কদের সাথেও অশালীন আচরণ করেন৷ শুধু তাই নয়, তাঁদের কনফারেন্স হল থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন৷ সাথে তিনি পুলিশে মামলা করারও হুমকি দেন৷পুর কমিশনারের এই আচরণে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন৷ দুই বিধায়ক তাঁর আচরণের তীব্র প্রতিবাদ জানান৷ তখন তিনি কনফারেন্স হল থেকে বেরিয়ে যান৷ ওই ঘটনায় পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা দুঃখ প্রকাশ করেন৷ অবশ্য, পুর কমিশনার শৈলেশ কুমার যাদবের এ-ধরনের উগ্র আচরণ নতুন নয়৷ ইতিপূর্বে তিনি নেশা বিরোধী অভিযানের অজুহাতে জনৈক আইনজীবীকে প্রচন্ড মারধর করেছিলেন৷ ওই ঘটনায় আইনজীবীরা কর্মবিরতি পালন করেছিলেন৷ পরে প্রশাসনের তরফে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল৷