নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ মার্চ ৷৷ তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার কপালীটিলায় গত ভোররাতে বন্য হাতির তাণ্ডবে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাড়িঘরও ভাঙচুর করেছে দাতাল হাতির দল৷ ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বন্য দাঁতাল হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙচুর সহ আহত এক সত্তর বছরের বয়স্ক বৃদ্ধ৷ ঘটনা বুধবার ভোর রাতে চাকমাঘাট পঞ্চায়েতের অধীন রাজকুমার কপালীটিলা এলাকায়৷ আহত বৃদ্ধের নাম রঞ্জিত বৈশ্য (৭১)৷ এলাকাবাসীরা জানান, বুধবার ভোর ৩টা নাগাদ বন্য দাঁতাল হাতি উন্মত্ত তাণ্ডব চালায় চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের রাজকুমার কপালীটিলা এলাকায়৷ এই কপালীটিলা এলাকায় ষাট পরিবার অউপজাতিদের বসবাস৷ হাতির তাণ্ডব থেকে বাঁচাতে সবাই ছোটাছুটি করতে থাকে৷ এলাকার রঞ্চিত বৈশ্য ওই সময় নিজঘরে নির্দ্রায় ছিলেন৷ এরই মাঝে হাতি রঞ্জিত বৈশ্যের ঘরটি ভেঙে ফেলে৷ এতে রঞ্জিত বৈশ্য আহত হয়৷ এলাকাবাসীরা তড়িঘড়ি বন কর্মীদের খবর দিলেও বন কর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ৷ পরে বাধ্য হয়ে এলাকাবাসীরা পটকা ফাটিয়ে এবং মশাল জ্বালিয়ে বন্য দাঁতাল হাতিটিকে তাড়িয়ে দেয় জঙ্গলে৷ অভিযোগ এই কপালীটিলা এলাকায় বসবাসকারী মানুষজনরা অধিকাংশই শ্রমজীবী৷ দিনের বেলায় তারা বিভিন্ন কাজকর্ম করে অর্থ উপার্জনে ব্যস্ত থাকে খেয়ে বেঁচে থাকার জন্য৷ অথচ রাতে তারা হাতির ভয়ে রাত জেগে পাহাড়া দিতে বাধ্য হয়৷ এ যেন এক নিদারুন সমস্যা৷ বাম আমলে হাতিরাই কালের জন্য কোটি কোটি টাকার ফেন্সিং লাপাতা হয়ে গেছে৷ যার খেশারত দিতে হচ্ছে গ্রামবাসীদের৷ এবার গ্রামবাসীরা নিজেদের ক্ষোভ জানাতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে যা্যয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য ও আহতের চিকিৎসায় সম্পূর্ণ ব্যায়ভার বন দপ্তরকে বহন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী৷