সিপিএমের মুখে কালো দিন মানায় না, ইতিহাস ঘেটে বলল বিজেপি

নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ক্ষমতার জন্য নিজের দলের নেতাকে খুন করেছে৷ তাঁদের মুখে কালো দিবস মানায় না৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এইভাবেই সিপিএম-কে বিঁধল বিজেপি৷ দলের মুখপাত্রের সাফ কথা, সাংগঠনিক শক্তির বলে নির্বাচনে জয়ী হয়েছি দাবি করিনা৷ মানুষ ঢেলে ভোটে দিয়েছেন, তাই ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে৷
মঙ্গলবার সিপিএম ত্রিপুরায় ২০১৮ সালের তেসরা মার্চকে কালো দিন বলে কটাক্ষ করেছিল৷ বিজেপি-র বিরুদ্ধে খুন, সন্ত্রাসের অভিযোগ এনেছিল৷ আজ তারই জবাবে বাম জমানায় ভয়াবহ দিনগুলির কথা মনে করাল শাসক দল৷ বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনে সুষ্ঠ ভোট সিপিএমের সহ্য হচ্ছে না৷ কারণ, তাঁরা সিসিটিভি এবং ওয়েব কাস্টিং চাইছিল না৷
এদিন নবেন্দু সিপিএম-কে নিশানা করে বলেন, বাম জমানায় নির্বাচনোত্তর সন্ত্রাস মানুষ ভুলে যায়নি৷ নির্বিচারে খুন, লুঠপাঠ, মানুষের বাড়িতে অগ্ণি সংযোগ সেই স্মৃতি আজো ত্রিপুরাবাসীকে শিউরে তোলে৷ কিন্তু, এই প্রথম বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি, দাবি করেন তিনি৷ তাঁর কথায়, বিরোধীদের আক্রমণে শাসক দলের কর্মীরা এখন আক্রান্ত হচ্ছে৷ দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করছে৷ তাঁর সাফ কথা, দুর্নীতি নিমজ্জিত কোন বাম নেতা-কর্মী আত্মহত্যা করলে কিংবা লেনদেন নিয়ে কেউ খুন হলে তার দায় নেবে না বিজেপি৷
নবেন্দু সিপিএম-কে নিশানা করে বলেন, ক্ষমতার জন্য নিজের দলের নেতাকে খুন করেছে৷ তাদের মুখে কালো দিন মানায় না৷ বাম জমানায় দমবন্ধকর পরিস্থিতি ছিল৷ তা ভুলে গেলে চলবে না৷ তাঁর সাফ কথা, সাংগঠনিক শক্তিতে নির্বাচনে জয়ী হয়েছি এমন দাবি করিনা৷ মানুষ ঢেলে ভোট দিয়েছে তাই বিজেপি ক্ষমতায় এসেছে৷ নবেন্দু বলেন, ত্রিপুরার অর্থনীতির হাল বামেরাই ধবংস করে গেছে৷ তাদের পাপের বোঝা এখন আমাদের বইতে হচ্ছে৷ তবুও তারা অর্থনীতি নিয়ে কিভাবে সওয়াল করে তা ভীষণ আশ্চার্য্যজনক বলে মন্তব্য করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?