নতুন অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। লিভারপুলকে হারিয়ে এফএ কাপের শেষ আটে চেলসি । চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকোর কাছে হার, এরপর ওয়াটফোর্ডের কাছে হেরে চলতি প্রিমিয়র লিগে প্রথম পরাজয়ের পর চেলসির কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল ‘দ্য রেডস’। অর্থাৎ, সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে শেষ চার ম্যাচের তিনটিতে হার স্বীকার করতে হল জুর্গেন ক্লপের দলকে। স্ট্যামফোর্ড ব্রিজে এদিন ব্লুজ’দের হয়ে জালে বল জড়ালেন উইলিয়ান ও রস বার্কলে। এফএ কাপ থেকে বিদায় নিয়ে মরশুমে ত্রিমুকুট কিংবা ঘরোয়া টুর্নামেন্টে জোড়া খেতাব জয়ের যে সুযোগ ছিল, তা হাতছাড়া করল লিভারপুল। ম্যাচ হেরে ক্লপ জানাচ্ছেন, ‘আমি দলের ছন্দ বিঘ্নিত হওয়া নিয়ে চিন্তিত নই।’ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হারের পর আগামী বুধবার ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি ‘দ্য রেডস’। এদিন পঞ্চম রাউন্ডের ম্যাচে ১৩ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফ্রিয়াঙ্ক ল্যাম্পার্ডের দল। তিনকাঠির নীচে আদ্রিয়ানের ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডিও। দ্বিতীয়ার্ধের শুরুতে চোটের জন্য উইলিয়ান মাঠ ছাড়লেও আটকায়নি চেলসির জয়। ৬৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত শটে আদ্রিয়ানকে পরাস্ত করেন বার্কলে। ওখানেই নিশ্চিত হয়ে যায় চেলসির জয়। তবে জয়ের পিছনে তিনকাঠির নীচে এদিন গুরুত্বপূর্ণ অবদান রাখেন চেলসি গোলরক্ষক কেপা অ্যারিজাবালাগাও। চার সেকেন্ডের ব্যবধানে সাদিও মানে, ডিভোক ওরিগি ও কার্টিস জোনসের প্রয়াস আটকে যায় কেপার বিশ্বস্ত দস্তানায়। ম্যাসন মাউন্ট ও অলিভিয়ের জিরুর শট ক্রসবারে প্রতিহত না হলে এদিন আরও বড় হার অপেক্ষা করছিল লিভারপুলের জন্য। যাইহোক, দু’টি গোলই শেষমেশ নির্ণায়ক হয়ে দাঁড়ায় ম্যাচে। প্রিমিয়র লিগের পর মরশুমের দ্বিতীয় ঘরোয়া খেতাব জয়ের স্বপ্ন স্ট্যামফোর্ড ব্রিজেই রেখে আসেন মানেরা।