অভাবে ৫০০০ টাকায় সন্তান বিক্রি, রাজনৈতিক তরজা তুঙ্গে কৈলাসহরে

নতুন প্রতিনিধি, কৈলাসহর, ৩ মার্চ৷৷ অভাবের তাড়নায় একমাসের পুত্রসন্তান বিক্রির ঘটনায় কৈলাসহর তথা রাজ্যজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে৷ বিরোধী দলগুলোর এই ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে ইতিমধ্যে ময়দানে নেমে গেছে৷ অপরদিকে শাসকদল ঘটনার সত্যতা যাচাইয়ে কাল ঘাম ছোটাচ্ছে৷  প্রকাশ্যে কিছু না বললেও এই ঘটনাকে সাজানো বাড়িবাড়ি বলেও প্রচার চালানো হচ্ছে৷ সামনেই রাজ্যের এডিসি নির্বাচন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের শাসক থেকে বিরোধী প্রত্যেকেই এডিসি দখলের লক্ষ্যে দিনরাত এক করে প্রচার শুরু করে দিয়েছে৷ নির্বাচনের মুহুর্তে এই সন্তান বিক্রির ঘটনা নির্বাচনি প্রচার এর প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিরোধী দলগুলি৷ ঘটনা প্রকাশ্যে আসতেই দৌড়ঝাঁপ  শুরু হয়েছে গৌরনগর ব্লকের অধীন উনকোটি এডিসি ভিলেজ এর ৪ নং ওয়ার্ড ধাতুছড়া এলাকার স্বপন বাল্মিকী দাসের বাড়িতে৷ আজ এলাকায় ছুটে যায় উনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীবজিত সিনহা, প্রদেশ কংগ্রেস সদস্য সহ অন্যান্যরা৷ ঘটনাস্থলে গিয়ে হতদরিদ্র স্বপন বাল্মিকী দাস উনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে তাদের প্রয়োজনীয় সরকারি সাহায্যের ব্যবস্থা করার আশ্বাস দেন৷ পাশাপাশি অভিযোগ করেন এটা রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা৷ হতদরিদ্র এই স্বপন বাল্মিকী দাস নিরুপায় হয়ে এক মাসের পুত্রসন্তান অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে৷ বাঁচার জন্য নূন্যতম যা কিছু প্রয়োজন তার কিছুই নেই৷ সরকারি সাহায্য বলতে কিছুই পায়নি এই স্বপন৷ একটি বাঁশের কাঁচাঘর থাকলেও তার চাল সম্পূর্ণ উন্মুক্ত৷ স্বপন বাল্মিকী দাস এর সথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনার পর কংগ্রেস নেতৃত্ব জেলাশাসকের নিকট এই সমস্যা দ্রুত সমাধানের দাবি নিয়ে দেখা করতে যান যদিও জেলাশাসক অনুপস্থিত থাকার কারণে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কালেক্টর এর সাথে দেখা করে অতি দ্রুত সরকারি সাহায্যের দাবি জানান৷ এখন দেখার বিষয় এ বিষয়ে সরকার ও প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে৷ যদি স্বপন বাল্মিকীকে সরকারী ভাবে কোন সহায়তা না করা হয় তাহলে কংগ্রেস জেলা শাসকের অফিসে ধর্ণা দেবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?