বিধানসভার বাজেট অধিবেশন ২০ মার্চ থেকে, মন্ত্রিসভার সিলমোহর

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন ২০ মার্চ থেকে শুরু হবে৷ ওই অধিবেশন দ্বাদশ বিধানসভার সপ্তম অধিবেশন৷ বৃস্পতিবার ত্রিপুরা মন্ত্রিসভা বাজেট অধিবেশনের দিনক্ষণে সিলমোহর দিয়েছে৷ এ-বিষয়ে আইন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে মন্ত্রিসভা বাজেট অধিবেশনের অনুমোদন দিয়েছে৷ আগামী ২০ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে৷ তিনি জানান, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সম্ভবত মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে৷ প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরার অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানিয়েছিলেন, ২০২০-২১ অর্থ বছরের জন্য আবারও জনমুখী বাজেট পেশ করবে ত্রিপুরা সরকার৷ তাতে সমস্ত দিক খেয়াল রাখা হবে৷ বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রকে অধিক প্রাধান্য দেওয়া হবে৷ 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?