দিল্লি-হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেস

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি।। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে| এখনও থমথমে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা| এমতাবস্থায় দিল্লি-হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিল কংগ্রেসের প্রতিনিধি দল| রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপসারণ দাবি করেছে কংগ্রেস| দিল্লি-হিংসার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল| প্রতিনিধি দলে ছিলেন অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, আহমেদ প্যাটেল, পি চিদম্বরম, কে সি বেণুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, আনন্দ শর্মা এবং রণদীপ সুরেজওয়ালা| রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার প্রাক্কালে, রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের সামনে স্মারকলিপির কিছুটা অংশ পড়ে শোনান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী| সোনিয়া বলেছেন, ‘জনগণের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য আমরা আপনাকে (রাষ্ট্রপতি) আহ্বাণ জানাই| হিংসা রুখতে অক্ষমতার জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবি জানাচ্ছি|’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণেই বিগত ৪ দিন ধরে দিল্লিতে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, প্রাণ হারিয়েছেন ৩৪ জন এবং ২০০ জন আহত হয়েছেন, এটা অত্যন্ত লজ্জার বিষয়|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?