চলে গেলেন বাংলা সিনেমার অভিনেতা তাপস পাল

নতুন প্রতিনিধি, মুম্বাই, ১৮ ফেব্রুয়ারি।। চলে গেলেন বাংলা সিনেমার অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভোগার কারণে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই রাত ৩ টে ৩৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।
মুম্বইয়ের বান্দ্রার বেসরকারি হাসপাতালে গত ১ ফেব্রুয়ারি থেকেই ভর্তি ছিলেন তিনি। বয়সজনিত কারণে অবস্থা খুব একটা ভালো ছিল না। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। গতকাল অর্থাৎ সোমবার রাত থেকেই অবস্থার অবনতি হতে থাকে তাঁর। তাপস পালের মৃত্যুতে শোকের ছায়া গোটা টলিপাড়ায়। একাধিক অভিনেতা-অভিনেত্রী শোকবার্তা জ্ঞাপন করেছে তাঁর মৃত্যুতে।
হরণাথ চক্রবর্তী থেকে চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই সমবেদনা জানিয়েছে এই অভিনেতার পরিবারকে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “যতদিন বাংলা ছবি থাকবে, ততদিন থাকবেন তাপস পাল। দাদার কীর্তি-র মত ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর মত এত শক্তিশালী অভিনেতা কম এসেছেন। বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন ভাবিনি, তাঁর প্রাণখোলা হাসিটাই মনে পড়ছে।”
তাপস পালের সঙ্গে একাধিক হিট ছবিতে অভিনয়ও করেছিলেন দেবশ্রী রায়। তাপস-দেবশ্রীর জুটি এক সময় বেশ জনপ্রিয় ছিল বাংলা সিনেমার জগতে। সেই দেবশ্রী অভিনেতার মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন। শোকার্ত গলায় তিনি বলেন, “কী বলব? কিচ্ছু বলার নেই আমার। আমি ভাবতে পারছি না ও নেই।। অকালে চলে গেল। আমাদের পরিবারের মতো ছিল। কম ছবি করেছি একসঙ্গে?”
‘সাহেব’, ‘দাদার কীর্তি’, ‘গুরুদক্ষিণা’, ‘ভালোবাসা ভালোবাসা’ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। তাঁর অভিনয়ের পাগল ভক্ত ছিলেন অনেক সিনেপ্রেমী মানুষেরাই। বাংলা ছবি ছাড়াও বলিউডে মাধুরী দিক্ষিতের সঙ্গে ‘অবোধ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় জীবনের পরে পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন তাপস পাল। লোকসভা ভোটে তৃণমূল দলের সাংসদ হন তিনি। পরে রোজভ্যালি মামলায় জড়িত হয়ে সিবিআই-এর দ্বারা গ্রেফতার হন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?