৫৩ কৌটা ব্রাউন সুগার সহ খোয়াইয়ে দুই যুবক আটক

নতুন প্রতিনিধি, খোয়াই, ১২ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ব্রাউন সুগার-সহ দুই যুবককে জালে তুলেছে পুলিশ৷ সাথে একটি বাইক এবং একটি সুকটি আটক করা হয়েছে৷ অসম রাইফেলস-এর ২১ নম্বর ব্যাটালিয়ন এবং খোয়াই থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে৷ বুধবার দুপুরে গোপন সংবাদের খবরের ভিত্তিতে খোয়াই শহর সংলগ্ণ লালছড়া এলাকায় একটি বাড়িতে হানা দেন সাদা পোশাকধারী অসম রাইফেলস-এর জওয়ান এবং খোয়াই থানার পুলিশ আধিকারিক৷ ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ যার বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা৷ অসম রাইফেলস-এর কমান্ড্যান্ট জানিয়েছেন, অভিযান চলাকালীন এক যুবক ওই বাড়িতে ব্রাউন সুগার কিনতে আসে৷ ক্রেতা ও বিক্রিতাদের হাতেনাতে ধরতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তিনি বলেন, প্রায় ১ কিমি পথ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হই আমরা৷ খোয়াই লালছড়ার বাসিন্দা দীপঙ্কর কর (৩৯) এবং পদ্মবিলের বাসিন্দা পল্লব দেববর্মা (২৪)-কে আটক করা হয়েছে৷ অসম রাইফেলস-এর কমান্ডেন্টের দাবি, দীপঙ্কর কর বহু দিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা করছে৷ ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মানুষ গিয়ে ব্রাউন সুগার কিনে আনে৷ তাঁর কথায়, পল্লবের মতো প্রচুর যুবক দীপঙ্করের কাছ থেকে ব্রাউন সুগার কেনে৷ স্থানীয় জনগণ ওই ব্যবসা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন৷ কিন্তু ভয়ে কেউ মুখ খুলেননি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?