মার্চের মধ্যেই টিএসআর বাহিনীতে ১৩৪৩ জনকে নিয়োগ

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ মার্চের মধ্যেই টিএসআর বাহিনীতে ১৩৪৩ জনকে নিয়োগ করা হবে৷ কেন্দ্রীয় সরকার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে৷ সে মোতাবিক ২৫ শতাংশ অর্থ ১৩ কোটি ১০ লক্ষ টাকা রাজ্যের কোষাগারে জমা পড়েছে৷ এদিকে, টিএসআর’র একটি ব্যাটিলিয়ান দিল্লিতে ডেপুটেশনে পাঠানো হবে৷ সেক্ষেত্রে তাদের জীবনজীবিকার প্রশ্ণে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷ বুধবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, ত্রিপুরায় টিএসআর’র ২টি আইআর ব্যাটেলিয়ানের অনুমোদন মিলেছে৷ সেই মোতাবেক লোক নিয়োগে পদ সৃষ্টি করা হয়েছে৷ এখন লোক নিয়োগে প্রক্রিয়া শুরু করা হবে৷ তিনি বলেন, সিবিএসই লোক নিয়োগে লিখিত পরীক্ষার আয়োজন করবে৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে মোট বরাদ্দের ২৫ শতাংশ অর্থ ১৩ কোটি ১০ লক্ষ টাকা পাঠিয়েছে৷ ফলে, মার্চের মধ্যেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ এদিন তিনি আরও জানান, টিএসআর’র তৃতীয় ব্যাটেলিয়ানকে ৩ বছরের জন্য দিল্লিতে ডেপুটেশনে পাঠানো হবে৷ আইন শৃঙ্খলা রক্ষা এবং ভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা৷ তিনি বলেন, ওই ব্যাটেলিয়ানের ১০০৭ জন জওয়ানের দিল্লিতে জীবনজীবিকার প্রশ্ণে বেসিক পে ৮ শতাংশ থেকে ২৪ শতাংশ করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে৷ এছাড়া, জওয়ানরা এসসিএ খাতে ২৭০০ টাকা, রেশন মানি বাড়িয়ে ৩৫০০ টাকা, পোষাক ভাতা অফিসারদের জন্য ২০ হাজার টাকা, তার অধস্তন পদাধীকারিদের ১০ হাজার টাকা এবং অন্যান্য জওয়ানদের গড়ে বেড়ে ৯ হাজার টাকা করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?