ত্রিপুরা বার এসো: নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া শুরু

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী।। আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। সেই মোতাবেক চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া । বুধবার বারের সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক সহ একাধিক পদের জন্য মনোনয়ন জমা দেয়- এ আই এল ও -র প্রার্থীরা। এইদিন সর্বমোট ১৩ জন মনোনয়ন জমা দেন । এদিন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারী হবে মনোনয়ন পরীক্ষা। প্রত্যাহারের সময় ১৮ ফেব্রুয়ারী। আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হবে ভোট গ্রহণ । এই দিনই হবে ভোট গণনা বলে জানান আর ও- সন্দীপ দত্ত চৌধুরি। তবে এই নির্বাচনে আইনজীবীদের সমস্ত সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ও অবাধ করার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?