নাশকতার আগুনে ভস্মীভূত বাসের মালিকদের সাথে কথা বললেন পরিবহণমন্ত্রী

নতুন প্রতিনিধি, উদয়পুর, ১২ ফেব্রুয়ারি।। নাশকতার আগুনে পুড়ে ছাই পাঁচটি গাড়ি। ঘটনা মঙ্গলবার রাতে উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ডে। জানা যায় প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও রাজার বাগ স্ট্যান্ডে রাজ্যের নানা প্রান্তে যাতায়াতের বাস গুলি পারকিং করে রাখা হয়। কিন্তু রাতের বেলায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে এলাকার লোকজন হইচই শুরু করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ৫ টি দমকলের ইঞ্জিন। দমকলের ৫ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। উদয়পুরের তিনটি এবং কিল্লা ও কাকরাবনের দুটি অর্থাৎ পাঁচটি দমকলের ইঞ্জিনের সাহায্যে মঙ্গলবার রাতে রাজারবাগ বাস স্ট্যান্ডের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি যাত্রীবাহীবাস পুরোপুরি এবং দুটি বাস আশি শতাংশ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এককোটি টাকা হবে। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে রাজার ব্যাগ বাস স্ট্যান্ডে ছুটে যান পরিবহন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও গোমতী জেলার জেলাশাসক তরুণ কান্তি দেবনাথ সহ অন্যান্যরা। অগ্নিকাণ্ডে ভস্মীভূতবাসগুলি সহ রাজারবাগ বাস স্ট্যান্ড পরিদর্শন করে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এই বিষয়ে প্রশাসনিক আধিকারিক, বাস সিন্ডিকেটের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত বাসমালিকদের সাথে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান এই ধরনের ঘটনায় প্রশাসন স্তম্ভিত। কিভাবে এই ঘটনা ঘটলো তা সঠিক তদন্ত করে বেরকরার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।যদি ইচ্ছাকৃত ভাবে কেউ এই ঘটনা করে থাকে তাহলে সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসস্ট্যান্ড এলাকায় অসামাজিক কার্যকলাপ চলার যে একটা অভিযোগ আছে সেই বিষয়ে শুধু প্রশাসন নয় স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন সকল অংশের মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিন্ডিকেটকে ক্ষতিগ্রস্ত গাড়িমালিকদেরকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। এইদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন রাত ৯ টার পর যাদেরকে বাস স্ট্যান্ডে দেখা যাবে তাদেরকে যেন পুলিশ জালে তুলে। এমনকি তাদের যারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে আসবে তাদেরকেও চিহ্নিত করার নির্দেশ দেন। তিনি বলেন এই ঘটনার সঠিক তদন্ত করা হবে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করবে। ক্ষতিগ্রস্ত বাস মালিকদেরও থানায় মামাল দায়ের করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মহকুমায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে এই অগ্নি কাণ্ড নাশকতামূলক বলেই ধারনা করছে সকলে। সঠিক তদন্তক্রমে এই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসুক এটাই চাইছে সমস্ত উদয়পুরবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?