বাড়ির পাশেই কবর খুঁড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, চাঞ্চল্য মাছমারায়

নতুন প্রতিনিধি, পেঁচারথল, ১২ ফেব্রুয়ারি।। পাঁচই ফেব্রুয়ারি রাতে রহস্যজনক ভাবে নিখোঁজ হন মাছমারার উত্তর ধনীছড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী ধন গোপাল সাহা। ঘটনার পরদিন বহু খোঁজাখুঁজি করেও উদ্ধার করা যায়নি নিখোঁজ ব্যক্তিকে। কিন্তু বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির স্কুটি, রক্তমাখা কাপড় এবং জুতো। ঘটনার পরদিন থেকেই পুলিশের তরফ থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় দফায় দফায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। সন্দেহমূলক ভাবে চারজনকে গ্রেফতারও করে পুলিশ। বর্তমানে তারা জেল হেপাজতে রয়েছে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির হদিশ পায়নি। নিখোঁজ ব্যক্তির রক্তমাখা কাপড় সহ জুতা উদ্ধারের পরই ধারণা করা হয়েছিল হয়তো খুন করে দেহ মাটি চাপা দেওয়া হয়েছে। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। এই ঘটনার তদন্তক্রমে মঙ্গলবার রাতে পুলিশ আরও দুই ব্যক্তিকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে ঘটনার কিনারা করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ আটক করে সঞ্জিত মজুমদার ও আকাশ সরকার নামে দুই ব্যক্তিকে। তারা পুলিসি জিজ্ঞাসাবাদে স্বীকার করে নিখোঁজ ধন গোপাল সাহাকে খুন করা হয়েছে। এবং তার মৃতদেহ বাড়ির অদূরে ছড়ার পাশে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার সকালে উত্তর ধনিছড়া এলাকার ছড়ার পাশে মাটির নিচ থেকে ধন গোপাল সাহার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক সহ মৃতের পরিবারের লোকজন। জেলা পুলিশ সুপার জনানা এই ঘটনার সাথে এখনো পর্যন্ত মোট ৬ জনকে আটক করা হয়েছে। চারজন বর্তমানে জেল হেপাজতে রয়েছে। আর দুই জন পুলিশ লকআপে রয়েছে। যারা জেল হেপাজতে রয়েছে তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় ব্যবহার করা গাড়িটিও উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু জানান নি জেলা পুলিশ সুপার। এইদিন নিখোঁজ ধন গোপাল সাহার মৃতদেহ উদ্ধারের পরই কান্নায় ভেঙ্গে পরে মৃতের পরিবারের লোকজন। মৃতের ছেলে এই ঘটনার সাথে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে। এইদিকে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাঁসপাতালে পাঠায় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া। তবে এই হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এখন দেখার পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হয় কিনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?