নতুন প্রতিনিধি, বিলোনিয়া, ১২ ফেব্রুয়ারী।। বুধবার বিলোনিয়ার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের হোস্টেলের ১২ নং রুম থেকে উদ্ধার হয় ষষ্ঠ সেমিস্টারের ছাত্র নারাই ত্রিপুরার রহস্য জনক মৃতদেহ। এদিন হোস্টেলের দরজা বন্ধ দেখে তার ভাই এসে ডাকা ডাকি করে। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানান কলেজ কর্তৃপক্ষকে। ছুটে আসে বিলোনীয়া থানার পুলিশ। হোস্টেলের দরজা ভেঙ্গে পুলিশ দেখতে পায় ভেতরে বিছানায় পড়ে রয়েছে মৃতদেহ। এরপরই পুলিশ হোস্টেলের সুপার সহ আবাসিকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলে। একই সঙ্গে কথা বলে মৃতের বড় ভাইয়ের সঙ্গে। পুলিশ জানায় এই ঘটনার তদন্ত চলছে। কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই স্পষ্ট হবে। এদিকে হোস্টেল সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হোস্টেল ইনচার্জ মানব দেববর্মা জানান গত ৩১ জানুয়ারী খাতায় লিখে বাড়ি যায় নারাই ত্রিপুরা। এরপর কবে ফিরে এসেছে তা জানেন না তিনি। এমনকি ছাত্রটি হোস্টেলে প্রবেশ করলেও খাতায় নেই কোন এন্ট্রি। হোস্টেল সুপার এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তাহলে আদৌকি হোস্টেল ইন চার্জ নজর দারি করেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে রেজিস্ট্রার খাতা রাখার বিষয়টি কি কেবল লোক দেখানো? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে কেউ যখন তখন হোস্টেলে প্রবেশ করতে পারে। নেই আবাসিকদের কোন নিরপত্তা। এই ঘটনায় তা স্পট হয়ে গেছে। এদিকে মৃত ছাত্রের ভাই জানান একটি বিয়েতে অংশ নিতে বাড়ি গিয়েছিল নারাই ত্রিপুরা। কবে এসেছে তা তিনি জানেন না। সেই বিষয়টি পরিবারের সদস্যরাই বলতে পারবে। কি ভাবে মৃত্যু হল এই নিয়ে সন্দিহান সে।জানা গেছে মৃত ষষ্ঠ সেমিস্টারের ছাত্র নারায়ণ ত্রিপুরার বাড়ি কলাছড়ার গার্দ্দাং এলাকায়। হোস্টেল কক্ষ থেকে রহস্য জনক ভাবে ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ।