নতুন প্রতিনিধি, খোয়াই, ১০ ফেব্রুয়ারী।। সোমবার সকালে খোয়াইয়ে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত যুবকের নাম রান্টু দেব। খোয়াই থানাধীন মহাবীর চৌমুহনী এলাকা থেকে উদ্ধার হয় মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায় রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে বেড়িয়ে যায় রান্টু। আর বাড়ি ফিরে আসেনি সে। সোমবার সকালে উদ্ধার হয় তার মৃতদেহ। মৃত যুবকের বাড়ি সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উদ্ধার হয় তার মৃতদেহ। খোয়াই- তেলিয়ামুড়া সড়কের পাশ থেকে উদ্ধার হয় দেহ। তার মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খোয়াই- তেলিয়ামুড়া সড়কের উপর এবং রাস্তার আসে পাশে মৃতদেহের কিছুটা দূরে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। উল্লেখ্য মৃত রান্টু দেবের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা চলছে। ছয় মাস জেলে থাকার পর ইদানিং সে জামিনে জেল থেকে ছাড়া পায়। সকালে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পরিবারের সদস্যরা। গ্রাম প্রধান জানান ষড়যন্ত্র মূলক ভাবে হত্যা করা হয়েছে রান্টু দেবকে। তবে গোটা ঘটনার সঠিক তদন্ত ক্রমে অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের জন্য পুলিশের নিকট দাবি জানান তিনি। এইদিকে মৃত যুবকের পিতা জানান রাতেই খবর পেয়েছিলেন ওনার ছেলেকে কে বা কারা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে গেছে। কিন্তু ঘটনাস্থলে ছুটে এসে তিনি কিছুই দেখতে পাননি। এইদিন সকালে তিনি লোকজনের কাছ থেকে পুনরায় খবর পেয়ে ছুটে এসে ছেলেকে রাস্তার পাশে মৃত অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান পূর্বের একটি মালার জেরে সোমবার মৃত রান্টু দেব আদালতে উপস্থিত থাকার কথা ছিল।