লোকালয়ে অজগরের মাংসের রমরমা বাণিজ্য, বন দপ্তরের কর্মীরা কুম্ভ নিদ্রায়

নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ১০ ফেব্রুয়ারী।। লোকালয়ে অজগরের মাংসের রমরমা বাণিজ্য। রাজ্য বনদপ্তরের কর্তাদের সম্পূর্ণ ঘুমে রেখে প্রকাশ্য দিবালোকে বাজারে মুড়িমুড়কির মত বিক্রি হচ্ছে বিলুপ্তপ্রায় অজগর সাপের মাংস। ঘটনার বিবর‌নে প্রকাশ, জম্পুই পাহাড় থে‌কে অজগর ধ‌রে সিম‌লোং খোলা বাজা‌রে ১০০০টাকা কে‌জি ধ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। মোট ছয়‌টি অজগ‌রে ১কুন্টাল ৫০‌ কে‌জির কাছাকা‌ছি অর্থাৎ লক্ষ টাকার বি‌ক্রি। ‌কিন্তুু জানা‌ গে‌ছে প্রায়ই এ প্রকার হ‌য়ে থা‌কে। সংব‌াদ প‌রি‌বেশন না কর‌লে এটা যেন স্বাভা‌বিক ঘটনা। ‌কিন্তু, এই সমস্ত প্রানী যেখা‌নে লুপ্তপ্রায় সেখা‌নে বন দপ্ত‌রের ভু‌মিকাও য‌থেষ্ট থাকার কথা ছিল। কিন্তু কোথায়, শুধু মাত্র সাপ নয় হ‌রিণ,ব্যাঙ,কাচুয়া, বিরল প‌া‌খি যথা ময়না, টিয়া,ধ‌নেশ ইত্যা‌দিও বি‌ক্রি হয় এমই সু‌ত্রের খবর। অপরদি‌কে করোনা ভাইরা‌সের প্র‌কোপে সারা বি‌শ্বে হাই এলার্টও জা‌রি ক‌রে‌ছে ঠিক, সেই মুহু‌র্তে এই রকম প্রাণীকে অাহার, বিপদ ডে‌কেও অান‌তে পা‌রে এবং তা সবার জন্য সংকটের হ‌য়ে দাড়া‌তে পা‌রে। এখন দেখার বিষয় বন দপ্তর কি ভু‌মিকা নেয়।ত‌বে জানা গে‌ছে কাঞ্চনপুর মহকুমার ডি.এফ.ও এ বিষয়‌টি তদ‌ন্তের জন্য সরজ‌মি‌নে পরিদর্শন করতে গি‌য়ে‌ছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?