নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। দীর্ঘ দিন যাবৎ এলাকাবাসীর দাবি কাটা খালের উপর একটি ব্রীজ তৈরি করে দিলে তাদের অতিরিক্ত পথ ঘুরতে হয় না। সাশ্রয় হয় সময়। অথচ সেই দাবি নিয়ে কোন সদুত্তর নেই আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ্যের। আশ্বাসই কেবল জুটেছে তাদের ভাগ্যে। নির্বাচনী সময় হলে দেখা মেলে কাউন্সিলারের। এরপর তার আর কোন দর্শন পাওয়া যায়না। এই অবস্থায় জীবন কাটাচ্ছেন আগরতলা পুর নিগমের ১২ ওয়ার্ডের অন্তর্গত ভাটি অভয়নগর মোল্লা পাড়ার বাসিন্দারা। নোংরা ও শঙ্কিল পথ খালের উপর দিয়ে পেরিয়ে আসতে হয় তাদের। খালের উপর ব্রীজ তৈরি হলে সহজেই এই এলাকার বাসিন্দারা রামনগর , দুর্গা চৌমুহনী আসতে পারেন। অনেকটা সময় সাশ্রয় হয় তাদের। নতুবা ঘুর পথে তাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়। অথচ এই সমস্যা নিয়ে বহুবার অনেকের দারস্থ হয়েছেন। সব ক্ষেত্রেই মিলেছে কেবল প্রতিশ্রুতি। কাজের কাজ না হওয়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। কাউন্সিলার কনিকা পালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। এই অবস্থা থেকে উত্তোরনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থানীয় মানুষ।