নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। বিয়ের ৭ মাসের মাথায় পণের বলি এক গৃহবধূ। ঘটনা রাজধানীর অভয়নগর এলাকায়। মৃত গৃহবধূর নাম সুষমা দেবনাথ। ৭ মাস পূর্বে সিধাই মোহনপুর এলাকার সুষমা দেবনাথের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় অভয়নগর এলাকার বাসিন্দা রাজীব দাসের। বিয়ের পর থেকে স্বামী রাজীব দাস স্ত্রী সুষমা দেবনাথের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বাপের বাড়ি থেকে নগদ অর্থ সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে আসার জন্য। কিন্তু সুষমা স্বামীর বাড়িতে মুখবুজে সবকিছু সহ্য করতে থাকে। এরই মধ্যে ১ ফেব্রুয়ারি স্বামীর বাড়িতে সুষমার শরীরে স্বামী রাজীব দাস আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময় বাড়ির লোকজন গুরুতর ভাবে আহত সুষমা দেবনাথকে উদ্ধার করে জিবি হাঁসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় সুষমার বাপের বাড়িতে। আহত সুষমার বোন সোমা দেবনাথ সহ অন্যান্যরা বাপের বাড়ি থেকে জিবি হাঁসপাতালে ছুটে আসে। সোমা দেবনাথ জানান ওনার বোন সুষমা দেবনাথ রবিবার বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত্যুর আগে সে জানিয়েছে স্বামী রাজীব দাস তাঁর শরীরে আগুন লাগিয়েছে। তিনি আরও জানান এই বিষয়ে পূর্ব আগরতলা মহিলা থানায় স্বামী রাজীব দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ স্বামী রাজীব দাসকে আটক করেছে বলেও জানান তিনি।