নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী।। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে ৩০ তম শিল্প ও বানিজ্য মেলা। এই মেলায় দেশ বিদেশ থেকে বহু সংস্থা অংশ নিচ্ছে। প্রায় প্রতিদিনই ভীড় পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এরই মধ্যে মেলার প্রচারে শহর জুড়ে বসানো ফ্ল্যাক্স ঘিরে গুঞ্জন দেখা দিয়েছে। শহর জুড়ে মেলার প্রচারে এই ফ্ল্যাক্স লাগানো হয়েছে নতুন করে। আর সেই চতুর কোন বিশিষ্ট ফ্ল্যাক্সের মধ্যেই রয়েছে বড় সড় ত্রুটি। বাংলা ও ইংরেজী ভাসায় এই প্রচার ফ্ল্যাক্স বসানো হয়েছে। দুটি ভাষার এই ফ্ল্যাক্সে মেলার সমাপ্তির দিনক্ষন রয়েছে দুই রকমের। বাংলায় মেলার সমাপ্তি দিন লেখা রয়েছে ১২ ফেব্রুয়ারী। অন্যদিকে ইংরেজীতে লেখা ফ্ল্যাক্সে মেলার সমাপ্তি দিন ছাপা হয়েছে ১৫ ফেব্রুয়ারী। এই নিয়েই দ্বিধায় অনেকেই। মেলার সমাপ্তি দিন কোনটা তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বাংলা ফ্ল্যাক্সে এক রকম। অপর দিকে ইংরেজী ফ্ল্যাক্সে অন্য রকম। অথচ মেলা একটাই। এই নিয়ে দ্বিধায় পড়েছেন বহু মানুষ। বিজ্ঞাপনে এই ত্রুটি নজরে আসতেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এই ক্ষেত্রে যাদের কারণে এই ত্রুটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার এই দাবি সাধারণের।