দিল্লীতে বিধানসভা নির্বাচনে বরবেশে বরযাত্রী নিয়ে ভোট দিলেন পাত্র

নতুন প্রতিনিধি, দিল্লি, ৮ ফেব্রুয়ারী।। শনিবার সকাল থেকেই দিল্লিতে চলছে ভোট পর্ব। সকাল ১০ টা অবধি ভোট পড়েছে ৪.৩৩ শতাংশ। আর এই ভোটপর্বের মধ্যেই নজর কাড়ল শাকারপুরের এমসিডি প্রাইমারি স্কুলের একটি বুথ। বরবেশে বরযাত্রী নিয়ে ভোট দিতে এলেন পাত্র!সিএএ-এনআরসি-এনপিআর বিক্ষোভের মাঝেই শনিবার সকাল ৮ টা থেকে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। ভোট দিতে চলেছেন ১.৪৭ কোটি ভোটার। দিল্লিতে এবারও ত্রিমুখী লড়াই; লড়াই চলছে বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে।উল্লেখ্য, এই ৭০টি আসনেই প্রার্থী দিয়েছে আপ। তবে বিজেপি ও কংগ্রেস লড়ছে শরিকদের সঙ্গে নিয়ে। এলজেপি ও জেডিইউ-কে ৩টি আসন ছেড়েছে বিজেপি। লালুপ্রসাদের আরজেডি-কে ছেড়েছে ৪টি আসন কংগ্রেস। ভোটের ফলপ্রকাশ হবে আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারী। দিল্লির হাল কে ধরবেন? ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন কেজরিওয়াল নাকি এবার তাঁকে হারিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি? উত্তরের অপেক্ষায় দিল্লিবাসী। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ৬৭ টি আসন দখল করে নজির গড়ে আপ। যদিও লোকসভা নির্বাচনে একটি বিধানসভা কেন্দ্রেও তারা লিড পায়নি। তবে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে আপই এগিয়ে রয়েছে এবারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। যদিও তাদের টক্কর দিতে তৈরি বিজেপি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?