নতুন প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুক্রবার মেলারমাঠস্থিত দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ বৈঠকে আসন্ন এডিসি নির্বাচন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়৷ দেশের ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়৷ বৈঠকে পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন৷ সিপিআইএমের রাজ্য কমিটির এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল৷
জানা গিয়েছে, বৈঠকের মূল বিষয়বস্তু ছিল কেন্দ্রীয় কমিটির বৈঠকের রিপোর্ট নিয়ে আলোচনা করা৷ তাছাড়া এজেন্ডার মধ্যে ছিল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি৷ প্রথমেই কেন্দ্রীয় কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকজন সদস্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷
তাদের অভিমত বিজেপি পরিচালিত ২৩ মাসের জোট সরকারের জমানায় রাজ্যের পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে পড়েছে৷ গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে৷ আইনের কোন অস্তিত্ব এই সরকারের জমানাতে নেই৷ প্রতিদিন চলছে খুন, ধর্ষণ ইত্যাদির মতো অপরাধ৷ নারীদের উপর নির্যাতনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন সিপিএম রাজ্য কমিটির নেতৃত্ব৷ পাশাপাশি বিজেপির ভিশন ডকুমেন্টের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে৷ সামনেই এডিসির নির্বাচন৷ তাই বিজেপি জোট সরকারের ব্যর্থতার দিকগুলি জনসমক্ষে তুলে ধরা হবে৷ পাশাপাশি পরবর্তী আন্দোলনসূচীও গ্রহণ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই৷