নতুন প্রতিনিধি, বিশালগড়, ৩১ জানুয়ারি৷৷ শুক্রবার সকালে বিশালগড়সিত ব্রীজ চৌমুহনী জাতীয় সড়কের কাছে থেকে দুজন বাংলাদেশি মাঝবয়েসী যুবককে বিশালগড় থানার পুলিশ আটক করেছে৷
আটক হওয়া যুবকদের নাম মহম্মদ সুজন শেখ(২৬), বাড়ি-দুলুতপুরের নেত্রকোনা আতপুরা থানাধীন৷ অপরজন মহম্মদ মনির হুসেন(২৭) , বাড়ি-মাদলার বাহ্মনবাড়িয়ায়,কসবা থানাধীন৷ তাদের কাছ থেকে নগদ তিন লক্ষ তিপ্পান্ন হাজার আটশ পয়ষট্টি টাকা উদ্ধার করা হয়েছে৷শুক্রবার আদালত থেকে তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে৷ পুলিশ তদন্ত করছে কেন তারা এত টাকা মজুত রেখে ওই এলাকায় ঘুরাফেরা করছিল৷