২.৪০ লক্ষ টাকার জালনোটসহ করিমগঞ্জে গ্রেপ্তার ত্রিপুরার মোস্ট ওয়ান্টেড দুই আসামী

নতুন প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ করিমগঞ্জে লক্ষাধিক টাকার জোল নোট-সহ দুই নেশা কারবারি যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ধৃতদের জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত দলগ্রামের বাসিন্দা জনৈক জাকির হুসেন এবং সেলিম উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে৷ এই দুজনের বিরুদ্ধে মাদক পাচারের দায়ে ত্রিপুরার থানায় মামলা রুজু রয়েছে৷ এই অভিযোগে ত্রিপুরা পুলিশ বহুদিন ধরে তাদের খুঁজছে বলে জানা গেছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ জেলা সদর শহরের মোবারকপুর-সরিষার জাতীয় সড়কে এমএল ০৪ বি ৫০৬৫ নম্বরের একটি বলেরো গাড়িতে তালাশি চালায় পুলিশের দল৷ গাড়িতে তালাশি চালিয়ে নগদ ২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়৷ সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি-সহ দুই আরোহী রাতাবাড়ির বাসিন্দা জাকির হুসেন এবং সেলিম উদ্দিনকে আটক করে সদর থানায় নিয়ে আসেন পুলিশের অভিযানকারীরা৷ পরে পরীক্ষা করে বাজেয়াপ্তকৃত ২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকার নোটগুলি জাল বলে ধরা পড়ে৷

পুলিশের জেরায় দুই জালনোট কারবারি জাকির হুসেন এবং সেলিম উদ্দিন নাকি স্বীকার করেছে, মোটা অঙ্কের টাকাগুলি তারা নেশার জাতীয় ট্যাবলেট কেনার জন্য করিমগঞ্জে আসছিল৷ তারা নেশা কারবারের সঙ্গে জড়িত, তা-ও স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবরে প্রকাশ৷ তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর ধারা বলবৎ করে করিমগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে৷প্রসঙ্গত, দুই যুবক জাকির হুসেন এবং সেলিম উদ্দিন ত্রিপুরা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত৷ তাদের খুঁজে বেড়াচ্ছে ত্রিপুরা পুলিশ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?