গন্ডাছড়া ব্লক কংগ্রেসের আমরণ অনশন ঘিরে প্রশাসনের ব্যপক তৎপরতা

নতুন প্রতিনিধি, গন্ডাছড়া, ৩১ জানুয়ারি৷৷ গন্ডাছড়া ব্লক কংগ্রেসের আমরণ অনশন ঘিরে প্রশাসনের ব্যপক তৎপরতা৷ শুক্রবার সকাল এগারটা থেকে রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মীরা তিন দফা দাবির সমর্থনে গন্ডাছড়া কংগ্রেস ভবন থেকে মিছিল করে গন্ডাছড়া আমবাসা রোডের মহকুমা হাসপাতাল চৌমহনি এলাকায় রাস্তা অবরোধ করে আমরণ অনশনে বসে৷ দাবি গুলো হল গন্ডাছড়া ত্রিশ কার্ড গ্রামের ২০০ কানি কৃষি কাজের জমিতে জলের ব্যবস্থা করতে হবে৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে গাইনো, শিশু ও চক্ষু চিকিৎসকের ব্যবস্থা করতে হবে৷ গন্ডাছড়া সমস্ত গিরিবাসী এলাকা গুলিতে সুষ্ঠ পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷

এদিকে কংগ্রেসের আমরণ অনশন কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সহ গন্ডাছড়া মহকুমা শাসক, বিডিও, মহকুমা স্বাস্থ্য আধিকারিক প্রমুখ৷ তারা কংগ্রেস কর্মীদের সাথে কথা বলে অনুরোধ জানান অনশন প্রত্যাহার করে নিতে৷ কিন্তু প্রথম দিকে কংগ্রেস কর্মীরা অনশন প্রত্যাহার না করলেও পরবর্তীতে প্রশাসন তাদের দাবি গুলো নিয়ে আলোচনা বসার আশ্বাস দিলে দুপুর দুইটা নাগাদ কংগ্রেস কর্মীরা আমরণ অনশন তুলে নেয় এবং মহকুমা শাসকের পৌরোহিত্যে ডাক বাংলোতে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনায় বসে৷

বৈঠকে মহকুমা শাসক তাদের দাবি গুলো পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা নেবেন বলে কংগ্রেস কর্মীদের আশ্বাস দেন৷ সেখানে উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, ব্লক কংগ্রেস নেতা ক্ষিতীশ দাস, আদিবাসী কংগ্রেস নেতারা৷ পরে যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সাংবাদিকদের জানান তাদের দাবি গুলো আগামী কিছু দিনের মধ্যে পূরন না হলে কংগ্রেস আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?