নতুন প্রতিনিধি, নয়াদিল্লী, ৩১ জানুয়ারি।। আগামী ১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার বছরের প্রথম কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ হতে চলেছে। ঠিক সেই কারণেই প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন নিয়ে আশাপ্রকাশ করেছেন। বাজেট নিয়ে আশাপ্রকাশ করে তিনি বলেন নতুন বছরের এই বাজেট ভারতীয় অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সহায়তা করবে। পাশাপাশি দেশের জনগণের ক্ষমতার বিষয়ে বিষদে আলোচনা করা হবে। শুক্রবার থেকেই তাই সংসদে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। অধিবেশনের মধ্যেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে কেন্দ্র বিরোধী দলগুলি। বাজেট শুরুর আগে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সংসদের উভয় কক্ষে অর্থনীতি নিয়ে দীর্ঘতর ভালো মানের আলোচনা হোক, এটাই চাই। আমাদের অধিবেশনের মূল নজর থাকা উচিত অর্থনৈতিক বিষয়ে। এ ছাড়াও বিশ্বের বর্তমান আর্থিক অবস্থা ভারত কী ভাবে সুবিধে নিতে পারে, তা নিয়ে আলোচনা দরকার।” পাশাপাশি তিনি আরও বলেন, “দলিত ও মহিলারা – যাঁরা নিয়মিত এক্সপ্লয়টেশনের শিকার হয়, তাঁদের ক্ষমতায়নে সরকার সচেষ্ট। সেই চেষ্টা আমরা চালিয়ে যেতে চাই।”দশকের প্রথম সংসদের কেন্দ্রীয় বাজেট অধিবেশন এমন লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যাতে ‘দশকের দৃঢ় ভিত্তি’ বাজেটের মধ্যে দিয়েই স্থাপন করা যায়। নমো এমনটাই জানিয়েছেন অধিবেশনের প্রাক্বালে। বিশ্বের অন্যতম মজবুত অর্থনৈতিক দেশ হিসাবে ভারকে তিনি দেখেতে চান বলেই বারবার উল্লেখ করেছেন। বাজেট অধিবেশন নিয়ে যখন ব্যস্ত প্রধানমন্ত্রী ঠিক তখনি সংসদের বাইরে বিক্ষোভ মিছিল শুরু করে কংগ্রেস। সংসদের বাইরে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস কর্মীরা সহ কেন্দ্র বিরোধী দলগুলি। পাশাপাশি ‘সংবিধান বাঁচাও’ প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে স্লোগান দিতে থাকেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।