প্রথম ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের

নতুন অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি।। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রলিয়ার মাটিতে ত্রি-দেশীয় টি-২০ সিরিজের খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড৷ ক্যানবেরার মানুকা ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টস-ভাগ্য সঙ্গ দেয় ভারতকে৷ টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ব্রিটিশদের৷ অর্থাৎ ত্রি-দেশীয় টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত ভারতের৷ উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ড ছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে আয়োজক অস্ট্রেলিয়া৷
প্রস্তুতি টুর্নামেন্ট হলেও ভারত এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়৷ বিশ্বকাপের আগে নিজেদের সঠিক কম্বিনেশন নির্ধারণ করাই প্রধান লক্ষ্য ভারতের৷ তাছাড়া অস্ট্রেলিয়ার পিচ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেও নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের৷ টস জিতে ভারতের শুরুতে বোলিং করতে চাওয়ার সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই৷ মাত্র ৯ রানের মধ্যে রাজেশ্বরী গায়কোয়াড় সাজঘরে ফিরিয়ে দেন দুই ব্রিটিশ ওপেনার অ্যামি জোনস ও ড্যানিয়েল ওয়াটকে৷
ভারতের প্লেয়িং ইলেভেন: শেফালি বর্মা, স্মৃতি মন্ধনা, জেমিমা রডরিগেজ, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), বেদা কৃষ্ণমূর্তি, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, শিখা পান্ডে, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও রাধা যাদব৷
ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: অ্যামি জোনস (উইকেটকিপার), ড্যানিয়েল ওয়াট, নাতালি সিভার, হিথার নাইট (ক্যাপ্টেন), ট্যামি বিউমন্ট, লরেন উইনফিল্ড, ফ্রান উইলসন, ক্যাথেরিন ব্রান্ট, আনিয়া শ্রুবসোল, সোফি একলেস্টোন ও সারা গ্লেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?