ধরাবাধা নিয়মকে পাল্টেছে, এবার তৈরি হয়েছে জলে চলা বাইসাইকেল

নতুন অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারি।। সাধারণত বাইসাইকেল চলে সড়কে, কিংবা ডাঙায়। প্রযুক্ত সেই ধরাবাধা নিয়মকে পাল্টে দিয়েছে। এবার তৈরি হয়েছে জলে চলা বাইসাইকেল। প্রায় এক দশক ধরে সময় নেয়ার পর এবার বাজারে আসতে সক্ষম হয়েছে কর্মাশিয়াল হাইড্রোফোইল বাইসাইকেল। নিউজিল্যান্ডভিত্তিক কোম্পানি মানটাফাইভ অবশেষে তাদের ইলেক্ট্রিক বাইসাইকেলটি বাজারে ছাড়লো। সাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, সড়কপথে নয় এটি চলবে জলে। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সিইএস টেক শো’তে হাইড্রোফোইল ইএক্স ওয়ান নামে এই পণ্যটি প্রদর্শণ করলো মানটাফাইভ। জলে নেমে প্যাডেল ঘুরালেই চলতে শুরু করবে বাইসাইকেলটি। প্যাডেল চালানোর ফলে ইলেক্ট্রিক মোটর থেকে শক্তি নিয়ে প্রোপেলরটি ঘুরতে থাকবে এবং সামনে এগিয়ে যাবে যানটি। সড়কপথে বাইসাইকেল চালানোর অভ্যাস থাকলেও জলপথে ভালোভাবে এই ইলেক্ট্রিক বাহন চালাতে যথাযথ অনুশীলন লাগবে। হাইড্রোফোইল ইএক্স ওয়ানে ব্যবহার করা হয়েছে মার্কিন কাপ সেইলবোটের প্রযুক্তি। পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরাঘুরিতে সমুদ্র সৈকতে বা লেকে দারুণভাবে সঙ্গ দিবে এই ই-সাইকেল। এটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১২ মাইল। প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা যাবে গতি। হাইড্রোফোইল ইএক্স ওয়ান কিনতে দাম পড়বে ৭৪৯০ ডলার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?