সাংসদ গৌতম গম্ভীর নিখোঁজ, পোস্টার খোদ জাতীয় রাজধানীর বুকে

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৭ জানুয়ারি।। নিখোঁজ হয়ে গিয়েছেন সাংসদ। এমনই পোস্টার পরল খোদ জাতীয় রাজধানীর বুকে। নিখোঁজ সাংসদ হলেন তারকা ব্যক্তি গৌতম গম্ভীর। যিনি পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন। রবিবার সেই গৌতম গম্ভীরের নিখোঁজ হয়ে যাওয়ার পোস্টার দেখা গেল নতুন দিল্লির আইটিও এলাকায়। যে পোস্টারে সাংসদের ছবি দিয়ে উপরে লেখা ছিল, “এই লোকটিকে কি আপনি দেখেছেন?” এরপরে ছবির নিচে আরও লেখা হয়, “শেষবার তাঁকে জিলাপি খেতে দেখা গিয়েছিল। সমগ্র পূর্ব দিল্লি তাঁকে খুঁজছে।”গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে গত দুই দিন ধরে। দূষণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন গম্ভীর। কিন্তু সেই দূষণ নিয়েই সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গরহাজির ছিলেন পূর্ব দিল্লির সাংসদ। সেই সময়ে ইনদৌরে ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন জিলাপি খাওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে পালটা বিজেপি সাংসদকে আক্রমণ করতে শুরু করে আম আদমি পার্টি। গম্ভীরকে আক্রমণ করে আপ ট্যুইট করে, “দিল্লি দম আটকে মরছে আর গৌতম গম্ভীর ইনদৌরে মজা করছেন। ওঁর উচিত ছিল দিল্লিতে এসে দূষণ নিয়ে বৈঠকে হাজির থাকা।” জবাবে গম্ভীর পালটা লেখেন, “কাজই আমার কথা বলবে। গালিগালাজ করে সমস্যার সমাধান হলে তা করুন।”গত শুক্রবার দিল্লির দূষণ নিয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের সাংসদদের নিয়ে আসার জন্য বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থা করেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কিন্তু ২৯ জন সাংসদের মধ্যে কেবল চার জন হাজির ছিলেন। গৌতম গম্ভীরের পাশাপাশি ছিলেন না হেমা মালিনী। পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ওই বৈঠকে যাননি। শেষ বাতিল করে দেওয়া হয় সেই বৈঠক। সেই ঘটনার জেরেই রবিবার সকালে গৌতম গম্ভীরের পোস্টার দেখা গিয়েছে আইটিও এলাকায়। দিল্লির কোনট প্লেসের অদূরে অবস্থিত আইটিও মোড়ের ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপির সর্বভারতীয় সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গ অবস্থিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?