নতুন অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের জন্য একটি সুবিধাজনক তারিখ স্থির করতে আলোচনা চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প গত বছর ভারতের রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পারেননি বলে দুঃখও প্রকাশ করেছিলেন। এই সফরের পরিকল্পনা বিষয়ে ওয়াকিবহাল এক আধিকারিক এর মতে, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধের প্রথম দিকে এই সফরটি হতে পারে। তবে এই সময় মার্কিন সেনেটে ট্রাম্পের ইম্পিচমেন্ট বিষয়ক বিচারের উপর নির্ভর করবে ট্রাম্পের আসার তারিখ। ট্রাম্পের ভারত সফর নিয়ে হোয়াইট হাউস কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ট্রাম্প গত বছরের নভেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন। “তিনি (ভারতের প্রধানমন্ত্রী) চান আমি সেখানে যাই “, “আমি কোনও এক সময় ভারতে যাব”। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জইশঙ্কর যখন আমেরিকা গেছিলেন, তখন আবারও ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। ফেব্রিয়ারি মাসে ট্রাম্প ভারত সফরে আসলে দু’দেশের মধ্যে নতুন করে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে।