নতুন অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তারই জের ধরে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এর্নেস্তো ভালভার্দেকে। ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ কিকে সেতিয়েনকে নিয়োগ দেওয়া হয়েছে তার জায়গায়। বার্সার প্রধান কোচের নিয়োগ প্রাপ্তির পর নিজের উষ্ণ অনুভূতি প্রকার করেছেন সেতিয়েন। ক্যাম্প ন্যুয়ে এসে শুরুতেই ৬১ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, ‘ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসবো। আজ আমার জন্য বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ। ’তিনি আরও বলেন, ‘গতকাল আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি। ’স্প্যানিশ কোচ বলেন, ‘আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি তা হলো, দল আমার অধীনে ভালো খেলবে। ’ সেতিয়েন বার্সার সঙ্গে চুক্তি করেছেন ২০২০ সালের ৩০ জুন পযর্ন্ত।