নতুন প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। ত্রিপুরা প্রদেশ বিজেপির নয়া সভাপতি হয়েছেন ডাঃ মানিক সাহা। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হয়েছেন। এতদিন মুখ্যমন্ত্রীর কাছেই ছিল সভাপতির দায়িত্ব। সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে ডাঃ মানিক সাহাকে প্রদেশ বিজেপির নয়া সভাপতি করা হয়েছে। আজ তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া সভাপতিকে কাজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, বিপ্লব দেব সভাপতি থাকাকালিন রাজ্যে সিপিএমকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসে। এরপর থেকেই মুখ্যমন্ত্রীর সাথে সভাপতির দায়িত্ব পালন করছিলেন বিপ্লব কুমার দেব। ডাঃ মানিক সাহা ছাত্র জীবনে কংগ্রেস রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। দলের মধ্যে পরিচ্ছন্ন ভাবমূর্তি হিসেবে পরিচিত ডাঃ মানিক সাহা। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন দায়িত্ব যোগ্যতার সাথেই পালন করেছেন।