অকালে চলে গেলেন রাজ্য পুলিশের সাবইন্সপেক্টর প্রানজিৎ ঘোষ

নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। থেমে গেল জীবন যুদ্ধ। অকালে চলে গেলেন রাজ্য পুলিশের সাবইন্সপেক্টর প্রানজিৎ ঘোষ। দীর্ঘদিন রাজ্য পুলিসে সুনামের সাথে কাজ করেছেন। ডিজি ডিস্ক অ্যাওয়ার্ড প্রাপ্ত রাজ্য পুলিশের সাবইন্সপেক্টর প্রানজিৎ ঘোষ এক সময় আমতলি থানার ওসির দায়িত্ব পালন করেছেন। আগরতলা শহরে চাঞ্চল্যকর ১০/১১-র ঘটনায় সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। আমতলি থানায় কিছুদিন ওসির দায়িত্ব পালনের পর  প্রানজিৎ ঘোষকে বদলি করা হয় পশ্চিম আগরতলা থানায়। তারপর তিনি ডেপুটেশানে সিবিআই-এ যোগদান করেন। ২০১৪ সালে  তিনি সিবিআই-এ যোগদান করেন। সিবিআই-এ থাকাকালিন কোলকাতার বাইপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। সেই দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন তিনি। সাথে সাথে তাকে ভর্তি করা হয় কোলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর দীর্ঘদিন চিকিৎসা চলে। মাথায় অস্ত্রপচার করা হয়। তাঁরপর তিনি কোমায় চলে যান। পরবর্তী সময় দক্ষিন ভারতের একটি বেসরকারি হাঁসপাতালে দির্ঘদিন ধরে চিকিৎসা চল প্রানজিৎ ঘোষের। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় রাজ্যে। নিজ বাড়িতে কিছুদিন চিকিৎসা চলার পর সম্প্রতি তাকে ভর্তি করা হয় জিবি হাঁসপাতালে। বেশকিছুদিন ধরে জিবি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এইদিনই তাঁর মৃতদেহ জিবি হাঁসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় যোগেন্দ্রনগরস্থিত তাঁর নিজ বাড়িতে। সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাস, পূর্ব আগরতলা থানার ওসি মানিক নাথ সহ অন্যান্যরা। নিজ বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিহির লাল দাস জানান সৎ,নিষ্ঠাবান ও দক্ষ পুলিশ অফিসার ছিলেন প্রয়াত প্রানজিৎ ঘোষ। যে কোন কাজ দেওয়া হলে প্রয়াত প্রয়াত প্রানজিৎ ঘোষ দক্ষতার সাথে তা করতেন বলেও জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?