নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দুদিন ব্যাপী কর্মসূচীর ছিল সমাপ্তি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক আশিস সাহা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, স্কুলের প্রধান সিক্ষাকা সহ অন্যান্যরা। এদিন একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন রাধাকিশোর মাণিক্যের কিংবদন্তী রাণী ছিলেন তুলসীবতী। তার প্রতি পুরো মহিলা সমাজ ঋনি। শিক্ষা ও স্বাক্ষরতা ছাড়া মহিলারা প্রতিষ্ঠিত হতে পারে না এটা ১২৫ আগে মহারনী তুলসীবতী অনুধাবন করেছিলেন। মহারাজাকে প্রভাবিত করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য। গ্রামীণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে রানীরবাজারে একটি বাজারের স্থাপন করেন। মহিলাদের আত্মসম্মান , স্বশক্তি, শ্রীবৃদ্ধির জন্য রাজ্যের ইতিহাসে স্থান করে নিয়েছেন মহারানি তুলসীবতী। তার অবদান রাজ্যের মানুষ মনে রাখবে বলে জানান তিনি।