নতুন প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। সামাজিক অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ, দিন দুপুরে রাজধানির ভাটি অভয়নগর পশ্চিম পাড়া এলাকা থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশু। এইদিন দুপুরে এলাকার এক কিশোরী এই সদ্যোজাত শিশুটিকে প্রথমে দেখতে পায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পরে এলাকাজুড়ে। এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে রামনগর ফাঁড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ সদ্যোজাত শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইজিএম হাঁসপাতালে নিয়ে আসে। রামনগর ফাঁড়ি থানার ওসি জানান বর্তমানে সদ্যোজাত শিশুটি সুস্থ রয়েছে। এইদিকে ভাটি অভয়নগর পশ্চিম পাড়া এলাকা থেকে দিন দুপুরে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। এলাকাবাসি সুত্রে খবর এইদিন দুপুরে এলাকায় দুই অপরিচিত জনজাতি মহিলাকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তারাই এই শিশুটিকে ফেলে দিয়ে গেছে। ঘটনাস্থলেই শিশুটির জন্ম হয়েছে বলে ধরণা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন এই সদ্যোজাত শিশুটিকে ফেলে দিয়ে গিয়েছে জন্মদাত্রী মা। তাহলে কি কারো পাপের ফল এই শিশুটি। উত্তরটা হয়তো সময়ই দেবে।