নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ জানুয়ারি ৷৷ আগামী ৯ই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক প্রত্ন পর্যটন উৎসব ২০২০৷ তিনদিনব্যাপী চলবে এই মেলা ও উৎসব৷ মেলাকে কেন্দ্র করে ভিটি প্রদানের কাজ শুরু হয়েছে৷ শান্তিরবাজার মহকুমার পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে অন্যান্য বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিলাক মেলা৷ মেলার বিভিন্ন কাজ পরিদর্শনে যান শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, ডিসিএম সুমন রক্ষিত, আইসিও মিঠন দত্ত, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, এলাকার বিশিষ্ট সমাজসেবী তমাল বৈদ্য ও অন্যান্য আধিকারিকগণ৷ এদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে মেলা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে শান্তিরবাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা জানান মেলাকে সর্বাঙীন সুন্দর করে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ আগামী ৯ জানুয়ারি থেকে ১১ই জানুয়ারি তিনদিনব্যাপী চলবে এই মেলা৷ মেলায় দোকানের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে৷ এছাড়া এবারকার মেলার ঐতিহ্যবাহী বাঙালির সংসৃকতি তুলে ধরার জন্য দুইটি মঞ্চের আয়োজন করা হয়েছে৷ মেলার তিনদিনব্যাপী পিলাকের নবনির্মিত টুরিজম রাত্রি ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ সবকিছু মিলিয়ে অন্যান্যবারের তুলনায় এইবারকার মেলার অনুষ্ঠানকে আরো ভালো করার চেষ্টা থাকবে বলে জানান মহকুমা শাসক৷