নতুন প্রতিনিধি, অমরপুর, ৪ জানুয়ারি।। বিধ্বংসী অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে গেল একটি দোকান। ঘটনা অমরপুর মহকুমার বুরবুরিয়ার এলাহাবাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ লক্ষ টাকা হবে বলে জানা যায়। ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় এলাকার লোকজন এলাকার বাসিন্দা উৎপল দেববর্মার দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সাথে সাথে তারা উৎপল দেববর্মাকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উৎপল। ততক্ষণে আগুনের লেলিহান শিখা দোকানটিকে গ্রাস করে নেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। পড়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও ততক্ষণে দোকানের সকল সামগ্রী পুরে ছাই হয়ে যায়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন বিধায়ক রঞ্জিত দাস এবং ভারপ্রাপ্ত এসডিএম রতন ভৌমিক সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান দোকান মালিক।