ক্ষমতায় পট পরিবর্তন হলেও তাদের দুঃখ দর্দশা গোছেনি গিরিবাসীদের

নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জানুয়ারি৷৷ যেকোন প্রাণী বেঁচে থাকার প্রথম অবলম্বন হল জল৷ স্বাধীনতার দীর্ঘবছর পেরিয়ে গেলেও পাহাড়ে বিশুদ্ধ পানীয় জল পৌছাঁয়নি৷ এটা উপজাতি অংশের মানুষজনের মধ্যে অনেকটা অভিশপ্তের মতো৷ প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীরা শুখা মরশুম আর বর্ষাকাল সর্বদা ছড়ার অপরিশোধিত জলের উপর নির্ভর করে বেঁচে আছে৷ রাজ্যের শাসন ক্ষমতায় পট পরিবর্তন হলেও তাদের দুঃখ দর্দশা গোছেনি বিন্দুমাত্রও৷ ওইসব উপজাতিরা বর্তমানেও সমস্যাদীর্ন অবস্থায় বিরাজমান৷ যার ফলে প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীদের মধ্যে জল বাহিত রোগ ও মারণ ব্যাধি ম্যালেরিয়া রোগের ছোঁবলে বেঘোরে মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে সময়ে সময়ে৷ মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে ত্রিপুরা বস্তির চৌরতন পাড়া৷ এই উপজাতি অধ্যুষিত পাড়াটিতে অধিকাংশ ত্রিপুরী সম্প্রদায়ের লোকজনরা বসবাস করে৷ বসবাসকারী উপজাতিরা শ্রমজীবী৷ তাদেরকে জলের প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই উরা ক্ষোভের সাথে জানায়৷ বিগত আর বর্তমানে সবসময় রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রসাসনের কর্মকর্তারা পরিশোধিত জলের ব্যাপারে কেবল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে৷ বাস্তবে জলের চিত্র এমন এক অবস্থা, যা অসহ্যকর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?