নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। সভ্যতার অগ্রগতির জন্য এবং মুক্ত মনের বিকাশের জন্য বিজ্ঞান চর্চা অত্যন্ত প্রয়োজন৷ বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার সভ্যতাকে বিকশিত করেছে এবং আমাদের জীবনযাত্রাকে আরামপ্রদ করেছে৷ আজ মহারানী তুলসিবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ে তিনদিন ব্যাপী ৪৭তম রাজ্যভিত্তিক বিজ্ঞান অংশ এবং পরিবেশ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা বলেন। তিনি বলেন, এনসিইআরটি’র গাইড লাইন মেনেই এই ধরনের বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে৷ এবারের রাজ্যভিত্তিক এই বিজ্ঞান, অংক ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীতে রাজ্যের ৮টি জেলা থেকে ১০টি করে মোট ৮০টি মডেল প্রদর্শিত হবে৷ তিনি বলেন, জেলাভিত্তিক বিজ্ঞান মেলাগুলিতে গত বছরের তুলনায় এবার বেশী মডেল প্রদর্শিত হয়েছে৷ জেলাভিত্তিক বিজ্ঞান মেলাগুলিতে গত বছরের তুলনায় এবার বেশী মডেল প্রদর্শিত হয়েছে জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় ৬৮৮টি মডেল প্রদর্শিত হয়েছে৷ এবারের বিজ্ঞান, অংক ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী ও মেলার অন্যতম আকর্ষণ হল মেলায় ইসরোয় ১২ জন বিজ্ঞানী উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশ নেবেন৷ এরমধ্যে আমাদের রাজ্যের ২ জন বিজ্ঞানীও রয়েছেন৷ ইসরোর পদ্মশ্রী প্রাপক বিজ্ঞনী ভি. আধিমূর্তিও থাকবেন যিনি চন্দ্রযান-১ এবং ২ অভিযানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষাকে বেশী গুরুত্ব দিয়ে কাজ করছে৷ বিজ্ঞান ও অংক এই দুটি বিষয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের খুঁজে বের করার লক্ষ্যে এবছর থেকে ‘সায়েন্স এন্ড ম্যাথ টেলেন্ট সার্চ’ নামে নতুন একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে দশম এবং দ্বাদশ শ্রেণীর ২০০ জন অংক এবং ২০০ জন বিজ্ঞান বিষয়ে মেধাবী ছাত্রছাত্রীকে ১৫ মাসে ৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে৷ এছাড়াও রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজ্য সরকার চালু করেছে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নর্থ-ইস্ট রিজিওন্যাল ইনস্টিটিউট অব এডুকেশনের সহকারী অধ্যাপক ডঃ অর্ণব সেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার এবং প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা তনুশ্রী দেববর্মা৷ অনুষ্ঠান মঞ্চে ৪৭তম বিজ্ঞান, অংক এবং পরিবেশ বিষয়ক প্রদর্শনী উপলক্ষ্যে স্মরণিকার আবরন উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়াও গত বছর কলকাতায় অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় বিজ্ঞান মেলায় সাফল্য অর্জন করার জন্য তিনজন ছাত্রএক অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা প্রদান করা হয়৷