নতুন প্রতিনিধি, কদমতলা, ৩ জানুয়ারি।। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করলো কদমতলা থানার পুলিশ। ধৃত যুবকের নাম সালা আহমেদ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি আসামের পাথারকান্দি থানার অন্তর্গত ফরিদকোনার নয়া গ্রামে। এইদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন খোদ উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানান বেশকিছুদিন ধরে খবর ছিল কদমতলা থানার অন্তর্গত কুর্তি-তারকপুর সড়ক দিয়ে নেশা সামগ্রী পাচার হচ্ছিলো। সেই মোতাবেক এইদিন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এইদিনের অভিযানে ৯ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। একই সাথে আটক করা হয়েছে সালা আহমেদ নামে এক যুবককে। তিনি আরও জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ্য টাকা। ধৃত সালা আহমেদের বিরুদ্ধে কদমতলা থানায় সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।