নতুন প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় হাল্কা ও মাঝারি বৃষ্টি পাত অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি পাতের ফলে জন জীবনে স্বাভাবিক ছন্দ ব্যহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা গেছে ৪.৯ মিলিমিটার। তবে শনিবার ও রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে বলে জানিয়েছে বিমানবন্দর স্থিত হাওয়া অফিস। পৌষের এই অকাল বর্ষণে সকাল থেকেই মানুষকে গন্তব্যে পৌছুতে সহায়তা নিতে হচ্ছে বর্ষাতিরের। এই অবস্থায় মাথায় হাত কৃষকদের। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা গেছে সর্ব্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৭১ শতাংশ। দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা গেছে ২৫. ৯ সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ সেলসিয়াস। বৃষ্টি কমে মেঘ কেটে যেতেই ফের জাঁকিয়ে পড়তে পারে শীত।