নতুন প্রতিনিধি, উদয়পুর, ৩ জানুয়ারি।। বন্ধন ব্যাঙ্কের ঋনের কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে ব্যাঙ্কের কর্মী। ঘটনা গর্জির গুরুভক্ত পাড়ায়। জানা যায় শুক্রবার সকালে গর্জির গুরুভক্ত পাড়ায় যায় বন্ধন ব্যাঙ্কের কর্মী সুজিৎ রুদ্রপাল। এলাকার বাসিন্দাদের কাছ থেকে ঋনের টাকা সংগ্রহ করেন তিনি। স্থানীয় একটি দোকানের সামনে বসে সেই সাপ্তাহিক টাকা আদায় করে ব্যাঙ্ক কর্মী। সেই সময় হাল্কা বৃষ্টি পড়ছিল। দোকানে ছিল কিছু মানুষ ও ব্যাঙ্ক কর্মী। সে সময় তিন দুষ্কৃতী সেই দোকানে আসে। স্থানীয় বাসিন্দারা ভাবে বৃষ্টির কারণে তারা সেখানে এসেছে। কিন্তু মুহূর্তের মধ্যে সেই তিন দুষ্কৃতী তাদের আসল রূপ দেখায়। পকেট থেকে বের করে পিস্তল। তাক করে ব্যাঙ্কের কর্মী সুজিৎ রুদ্রপালের দিকে। সংগ্রহীত টাকা তাদের দেওয়ার জন্য বলে তারা। এর পরেই টাকা দেওয়া নিয়ে বাক বিতণ্ডা হয়। শূন্যে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ছুটে আসেন স্থানীয় এক বাসিন্দা । তাকে সরে যেতে বলে। অন্যথায় গুলি চালিয়ে দেবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা। তিন দুষ্কৃতী মিলে ব্যাঙ্ক কর্মী সুজিৎ রুদ্রপালের কাছ থেকে সংগৃহীত প্রায় ৭০ হাজার টাকা, মোবাইল ও বাইক নিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় গর্জি ফাঁড়িতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। একই সঙ্গে খবর যায় রাধাকিশোরপুর থানায়। এর মধ্যেই চম্পট দেয় তিন দুষ্কৃতী। তাদের স্থানীয় বাসিন্দারা চিনতে পারেননি। এই এলাকায় এধরনের ঘটনা আগে ঘটেনি। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারকে নিয়ে সন্ধানে নেমেছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক বিপ্লব ঘোষ। দোষীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এইদিকে যতটুকু খবর পুলিশ ঘটনার তদন্তে নেমে বাইকটি উদ্ধার করতে পেরেছে। তবে এখনো দুষ্কৃতিদের শনাক্ত করা সম্ভব হয়নি।